ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রতিকূল আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ছৈয়দ আবু সাঈদ। আগামী ২০ আগস্ট এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল।

সহকারী রিটার্নিং অফিসার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার কারণে কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে র্নিবাচন কমিশন। ভোটগ্রহণের পরিবর্তিত নতুন সময়সূচি পরে জানানো হবে।

উপজেলা ঘোষিত হওয়ার পর এবারই প্রথম কর্ণফুলী উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। প্রার্থীদের প্রচারের শেষ মুহূর্তে বুধবার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ১৯ জুন নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নবগঠিত কর্ণফুলী উপজেলায় ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং মহিলা ৫৪ হাজার ২০০।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ আগস্ট ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়