ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এনপিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনপিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব  হিসেবে মো. আব্দুল হাই মণ্ডলের নাম ঘোষণা করে দলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়া ছয় সদস্যের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এ কমিটি ঘোষণা করেন। 

এ ব্যাপারে এনপিপির চেয়ারম্যান বলেন, মুক্তিযোদ্ধার চেতনাকে বুকে ধারণ করতে ন্যাশনাল পিপলস পার্টির আত্মপ্রকাশ হয়েছে। এনপিপি রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের জন্য।

এ সময় দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শেখ ছালাউদ্দিন অনতিবিলম্বে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে গত ৪ আগস্ট রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনপিপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালুকে দলের চেয়ারম্যান নির্বাচিত করেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/আসাদ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়