ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ-স্বজন আয়োজিত সেমিনারে এ দাবি করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব ক্ষমতার অধিকারী জনগণ। সেই জনগণের নির্বাচিত জাতীয় সংসদ নাকি অপরিপক্ক। এ ধরনের মন্তব্যের মাধ্যমে জাতীয় সংসদকে অপমান করা হয়েছে। বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই।

২১ আগস্টের বোমা হামলায় হাওয়া ভবন দায়ী উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই ষড়যন্ত্র শুরু করে। ’৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাইরে থাকায় তারা বেঁচে যান। সেই ধারাবাহিকতায় ২১ আগস্টের বোমা হামলা হয়। হাওয়া ভবন থেকেই সব কিছু করা হয়েছিল।

শিগগিরই হামলাকারী ও দায়ীদের বিচার করা হবে বলে জানান তিনি।

সেমিনারে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/নূর/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়