ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আরেকটি ভোটারবিহীন নির্বাচনের নীলনকশায় ইসি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আরেকটি ভোটারবিহীন নির্বাচনের নীলনকশায় ইসি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বর্তমান নির্বাচন কমিশনকে ‘আওয়ামী আদর্শে রঞ্জিত’ আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘ভোটারবিহীন নির্বাচন পরিকল্পনার’ অভিযোগ তুলেছে বিএনপি।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মাহসিচব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা সাহেব সাংবিধানিক দায়িত্বকে অস্বীকার করে তিনি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ধীরে ধীরে এগোচ্ছেন তার বক্তব্যে সেটাই পরিস্কার হচ্ছে। সিইসির বক্তব্যে মনে হচ্ছে, তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে গোপনে শপথ নিয়েছেন।’

‘আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে তিনি যে নিরপেক্ষ উদ্যোগ গ্রহণ করবেন না, এ বিষয়টি এখন অনেকটা পরিস্কার হচ্ছে। সিইসির উদেশ্যে বলতে চাই-আপনি কী রকিব কমিশনের মতো আরেকটি ভোটারিবিহীন ইলেকশনের নীলনকশা করছেন? কারণ তার বিভিন্ন সময়ের বক্তব্যে অসৎ ও দুরভিসন্ধিমূলক পরিকল্পনাই ফুটে ওঠছে।”

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার এবং রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া ইসির সাংবিধানিক দায়িত্ব। কোনো বৃহৎ দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত করা গণতান্ত্রিক দেশগুলোতে এমন কোনো নজীর নেই।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর আওয়ামী লীগ গদি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘তারা বিচার বিভাগকে চাপে রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। বেসামাল হয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা ক্রমাগতভাবে বিচার বিভাগকে আক্রমণ করে হুমকি দিয়ে নৈরাজ্যকর বক্তব্য রাখছেন। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বলে এখন চারদিকে মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়