ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমারকে বাধ্য করতে হবে বলে সরকারকে পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোহিঙ্গা ইস্যুতে সরকার ‘সুবিধাবাদী ভূমিকা’ পালন করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রাক্তন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য এম সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী সরকার মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সুবিধাবাদী ভূমিকা পালন করছে। সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন। মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে বাধ্য করতে হবে।’

শুক্রবার রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে বিএনপি মানববন্ধন করবে, আশঙ্কা হচ্ছে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় কি না? তারা সভা-সমাবেশ ডাক দিলেই নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, এর দায় চাপায় আওয়ামী লীগের ওপর।’

‘উনার বক্তব্যটা একটা অশনি সংকেত। তার এ কথায় বুঝা যায় তাদের (আওয়ামী লীগ) মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে,’ বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেরা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রতিনিয়তই খবরের কাগজ খুললে তা দেখা যায়। গতকালও (বুধবার) নোয়াখালীতে নিজেদের মধ্যে গুলাগুলি হয়েছে। অনেকেই আহত হয়েছেন।’

প্রয়াত অর্থমন্ত্রী হিসেবে সাইফুল রহমানের অবদান স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার মিথ্যা কথা বলে। পরিসংখ্যান বলে, বিএনপির সরকারের আমলে সাইফুর রহমানের নেতৃত্বে দেশে প্রবৃদ্ধির হার সবচেয়ে বৃদ্ধি পেয়েছে। এখনো সাইফুর রহমানের বিকল্প দেখি না।’

এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমানের জীবন নিয়ে স্মরণিকা প্রকাশ করে তার নামে গঠিত স্মৃতি পরিষদ।



রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়