ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিয়ানমার থেকে চাল আমদানিতে দুর্বলতা দেখছেন নজরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমার থেকে চাল আমদানিতে দুর্বলতা দেখছেন নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থী নিয়ে সৃষ্ট সংকটের মধ্যে মিয়ানমার থেকে চাল কেনার বিষয়টিকে বাংলাদেশের অবস্থানগত দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

তিনি রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘মিয়ানমারে মুসলিম হত্যা, নারী-শিশু নির্যাতন চলছে। যা দেখে বিশ্ববাসী হতবাক হয়ে গেছে। সেখানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চাল কিনতে গেলেন স্ত্রীকে নিয়ে। দেশের মানুষ চাল কিনতে পারছে না। আর তিনি (কামরুল ইসলাম) গেলেন আনন্দ ভ্রমণে। মিয়ানমারে চাল কিনতে যাওয়া মানে দেশকে ছোট করা।’

এ সময় চালের অস্বাভাবিক দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে চলে গেছে। এর মধ্যে থাইল্যান্ড থেকে দুই জাহাজ পঁচা চাল এনেছে। যা খাবার অনুপযোগী।’

রোহিঙ্গাদের ইস্যু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সবার উচিৎ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। কিন্তু সরকার বিএনপিকে তাদের পাশে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে। আমরা মির্জা আব্বাসের নেতৃত্বে ত্রাণ দিতে গেলাম তাতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু একদিন পরে এরশাদ সাহেব ত্রাণ দিতে গিয়ে বক্তব্য দিলেন। সরকার তাতে বাধা দিল না।’

সরকারকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন, ‘আসুন মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হই। সবার সহযোগিতা নিয়ে সমস্যার সমাধান করুন। বিএনপি পাশে আছে।’

‘সবাই একত্রে কাজ করলে সারা বিশ্ব জানবে বাংলাদেশের সব রাজনৈতিক দল একত্রে কাজ করছেন। তাহলে মিয়ানমার সরকারকে চাপ সৃষ্টি করা যাবে ‍এবং দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে”, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

ক্ষমতাসীনরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এটা শুধু রাজনৈতিক প্রতিহিংসা।’

স্বেচ্ছাসেবক দলের সভপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, সাংবাদিক শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়