ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পূজামণ্ডপে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূজামণ্ডপে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দূর্গোৎসবে সরকারবিরোধী অপশক্তির যেকোনো সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ড মোকাবিলায় পূজামণ্ডপে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর কার্যালয়ে আসন্ন দুর্গাপূজা ও রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের প্রস্তুতি  শীর্ষক এক বর্ধিত সভায় এ নির্দেশনা দেন নেতারা।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাত। সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে ধারণ করে সরকারবিরোধী অপশক্তির সন্ত্রাসী-জঙ্গিদের যেকোনো কর্মকাণ্ড মোকাবিলা করতে আমাদেরকে রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে সতর্ক অবস্থান নিতে হবে।

এ ছাড়া আগামী ২/৩ দিনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতারা দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাবার, পোশাকসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজার যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/নৃপেন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়