ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু নিয়ে অপতৎপরতা চলছে : সেতুমন্ত্রী

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ইস্যু নিয়ে অপতৎপরতা চলছে : সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে অপতৎপরতা চলছে। সরকার কোনো ধরনের উস্কানি বা অপতৎপরতায় প্ররোচিত হবে না।

শনিবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মসজিদ-মাদরাসায় অনুদানের চেক হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বিশ্ব নেতাদের কাছে প্রশংসিত হয়েছে। তবে আমাদের দেশের একটা দলের কাছে এ বক্তব্য পছন্দ হয়নি। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঠিকমতো শোনেননি বা তাদের বোঝার ক্ষমতা নেই।

তিনি বলেন, বিএনপির হাতে মূলত কোনো ইস্যু নেই। তাই রোহিঙ্গা ইস্যুকে পূঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের মতো চেষ্টা করছে।  রোহিঙ্গা সংকট নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। তাদের এ অপতৎপরতা সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ।

মন্ত্রী বিকেলে জেলার সূবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/২৩ সেপ্টেম্বর ২০১৭/মাওলা সুজন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়