ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মানবিক সংকটেও দেশের বাইরে বিএনপি নেত্রী’

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মানবিক সংকটেও দেশের বাইরে বিএনপি নেত্রী’

ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে দেশে এখন মানবিক সংকট চলছে। সারা দেশের মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই সংকটেও বিএনপির চেয়ারপারসন দেশে নেই। তিনি এই সংকটেও মাসের পর মাস লন্ডনে অবস্থান করছেন।

সোমবার সকালে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে পূজামণ্ডপের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ রয়েছে। এখন রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্যানিটেশন ল্যাট্রিন। দ্রুত ১০ হাজার স্যানিটেশন ল্যাট্রিন নির্মাণ করা না হলে রোহিঙ্গা শিবিরে রোগবালাই মহামারি আকার ধারণ করবে।

১০ হাজার স্যানিটেশন ল্যাট্রিন নির্মাণের জন্য দেশি-বিদেশি এনজিওসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/কক্সবাজার/২৬ সেপ্টেম্বর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়