ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘রোহিঙ্গাদের ষড়যন্ত্রে লাগাতে পারে উগ্রবাদীরা’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গাদের ষড়যন্ত্রে লাগাতে পারে উগ্রবাদীরা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘উগ্রবাদীরা সেটি করলে বাংলাদেশে এর বহু ক্রিয়া ও প্রতিক্রিয়া হবে।’ এজন্য বিষয়টিকে জাতীয় সংকট হিসেবে দেখে শরণার্থীদের দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর পরামর্শ দেন প্রবীণ এই আইনজীবী।

‘চলমান সংকটের সমাধান কোন পথে’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ নামের একটি সংগঠন।

মওদুদ আহমেদ বলেন, ‘রোহিঙ্গারা স্থায়ী হলে আমাদের অর্থনীতির ওপর চাপ পড়বে, সামাজিকভাবে নানা নৈরাজ্য সৃষ্টি হবে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়ে যাবে। এ ছাড়া উগ্রবাদীরা এই সুযোগ নিয়ে রোহিঙ্গাদের নিজেদের কাজে লাগানোর ষড়যন্ত্র করবে।’

রোহিঙ্গা সংকটকে হালকাভাবে না নিতে সরকারের প্রতি পরামর্শও দেন বিএনপির এই নীতিনির্ধারক।

‘এটা কোন দলীয় সংকট নয়। এটাকে সহজভাবে নেওয়াটা ঠিক হবে না। আজকে ৫ লাখ ছাড়িয়ে গেছে, এই সংখ্যা আরো বাড়তে থাকবে। সুতরাং তাদের দেখাশোনা ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে সঙ্গে তাদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং যারা এসেছে, তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ‘জয়েন্ট ওয়ার্কিং কমিটি’ করে কোনো লাভ হবে না বলেও মনে করেন মওদুদ আহমদ।

তিনি জাতিসংঘকে সরাসরি সম্পৃক্ত করে তাদের উদ্যোগে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে বলেন। এই বিষয়ে দেশের সুশীল সমাজ, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করতে সরকারকে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান মওদুদ।

প্রধান বিচারপতির ছুটির প্রসঙ্গ তুলে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা একক নেতৃত্বে হয়নি। এই কথা বলাতেই প্রধান বিচারপতির ওপর এত ক্ষোভ সরকারের।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আসলে দেশে গণতন্ত্র নেই। সরকারের এই দুর্বলতার কারণেই আজও বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ চলছে। কারণ সরকার কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন, নিপুন রায় চৌধুরী, মিরপুর খানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়