ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরমাণু অস্ত্র নির্মূলের প্রচার পেল শান্তিতে নোবেল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 পরমাণু অস্ত্র নির্মূলের প্রচার পেল শান্তিতে নোবেল

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন (আইসিএএন)। শুক্রবার নোবেল কমিটি এ নাম ঘোষণা করেছে।

২০০৭ সালে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তির পূর্ণ বাস্তবায়নের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিএএন প্রতিষ্ঠা করা হয়। এটি মূলত বৈশ্বিক সুশীল সমাজকর্মীদের সংগঠন। বর্তমানে ১০১টি দেশে এর ৪৬৮টি অংশীদারী সংস্থা রয়েছে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, ‘যে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয়াবহ মানবিক বিপর্যয়ের বিষয়টি সামনে নিয়ে আসতে কাজ করার জন্য এবং এ ধরনের অস্ত্রের চুক্তিভিত্তিক নিষিদ্ধকরণে অগ্রণী ভূমিকা পালনের জন্য’ এ বছর আইসিএএনকে শান্তিতে নোবেল পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত শান্তিসহ মোট ৫টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হবে। আর বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে ডিসেম্বরে।



রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৭/শাহেদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়