ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হকি স্টেডিয়ামে দর্শক সমাগম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হকি স্টেডিয়ামে দর্শক সমাগম

ক্রীড়া প্রতিবেদক : মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বছরে বেশ কয়েকটি ঘরোয়া লিগ হয়। লিগগুলোর সময় গ্যালারি থাকে ফাঁকা। কিন্তু দশম এশিয়া কাপ উপলক্ষে ধুলো জমা গ্যালারি ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে। গোলাপি, সবুজ, নীল ও বাদামি রঙে রাঙানো হয়েছে গ্যালারি।

ভারত-জাপানের ম্যাচে গ্যালারিতে খুব একটা দর্শক দেখা না গেলেও বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ শুরু হওয়ার আধা ঘণ্টা আগে থেকেই গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্তও দর্শক মাঠে আসছিল।

 



উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকের গ্যালারি বলতে গেলে পরিপূর্ণ। ভিআইপি গ্যালারিতেও তাই। রাজউক ভবনের সামনের গ্যালারিতেও রয়েছে দর্শক। পরিপূর্ণ না হলেও প্রত্যেক গ্যালারিতেই দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যেখানে হকি স্টেডিয়ামের গ্যালারি খাঁ খাঁ করে, সেখানে বুধবার এমন দর্শক উপস্থিতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গ্যালারি।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়