ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হটলাইনে অভিযোগ : ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হটলাইনে অভিযোগ : ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : হটলাইন-১০৬-এ অভিযোগ পেয়ে ঘুষ নেওয়ার সময় কুমিল্লার নাঙ্গলকোটের ভাংগুড্ডা ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগকারী জনৈক মো. নশিউল হকের কাছ থেকে জমি নামজারী সংক্রান্ত কাজে চার হাজার টাকা ঘুষ প্রদানের সময় বুধবার তার নিজ অফিসে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বুধবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ‌্য জানান।

গ্রেপ্তারকৃত হলেন-লাঙ্গলকোটের ভাংগুড্ডা ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল হোসেন।

চট্টগ্রামের দুদকের বিভাগীয় কার্যালয় পরিচালক মো. আবু সাঈদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। উপজেলার ভাংগুড্ডা ইউনিয়ন ভূমি অফিসে ফাঁদ মামলাটি পরিচালিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়