ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কূটনী‌তিকদের সঙ্গে বিএন‌পির বৈঠক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কূটনী‌তিকদের সঙ্গে বিএন‌পির বৈঠক

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি।

বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিকাল ৪টা থেকে বৈঠক‌ শুরু হয়ে প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।

বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কোসহ ১৬ দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, বিএনপি নেতা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিচার বিভাগ, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রোহিঙ্গা সঙ্কটের বিষয়ের মতো সমসম‌য়িক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/‌রেজা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়