ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটি হরতাল আহ্বান করলেও বিকেল পর্যন্ত দলীয় নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। যান চলাচল ছিল স্বাভাবিক। হরতালে নাশকতার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ছিল সতর্ক অবস্থায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার নিজ দপ্তরে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রাজধানীর কোথাও হরতালের আঁচ পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। আর কেউ হরতালের নামে রাস্তায় নেমে নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’    

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সরেজমিন দেখা গেছে, শাহবাগ, পল্টন, মতিঝিল, মগবাজার, মহাখালী বায়তুল মোকাররম, মোহাম্মদপুর, সাইন্স ল্যাব, যাত্রবাড়ী, কূটনীতিক পাড়ার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে রাজধানীর রাস্তাঘাটে যানবাহন তুলনামূলকভাবে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে বাস, মিনিবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশাসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। কিছু কিছু মোড়ে যানজটও ছিল। তবে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের হরতালের পক্ষে কোনো মিছিল বা শ্লোগান দিতে দেখা যায়নি। অবশ্য নাশকতা এড়াতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরত্বপূর্ণ রাস্তায় সশস্ত্র অবস্থায় ছিলেন। কোথাও কোথাও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের জড়ো হয়ে আড্ডা দিতে দেখা যায়।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়