ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গণতন্ত্রকে বন্দি করতে গ্রেপ্তারি পরোয়ানা : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণতন্ত্রকে বন্দি করতে গ্রেপ্তারি পরোয়ানা : ফখরুল

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : দেশের গণতন্ত্রকে ‘চিরদিন বন্দি করতে’ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব‌্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশে অস্থিরতা, বিভেদ ও বিভাজনের পরিবেশ জিইয়ে রাখা হচ্ছে। প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়নের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার ধারাবাহিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যাচ্ছে।’

গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিক ও মানসিকভাবে হেনস্তা করতে সকল শক্তি নিয়োগ করেছে বর্তমান সরকার। প্রতিহিংসা চরিতার্থ করতে আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে লাগাতারভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একদিকে জনগণকে ভয়ভীতি প্রদর্শন, অন্যদিকে খালেদা জিয়াকে পর্যুদস্ত করতে পারলেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার মনোবাসনা পূরণ হবে ভেবে সরকার নানা কারসাজিতে মেতে উঠেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়