ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আ.লীগ অস্থিরতা সৃষ্টি করতে চায় : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ অস্থিরতা সৃষ্টি করতে চায় : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্ষমতা কুক্ষিগত করতে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে ক্ষমতাসীনরা অস্থিরতা সৃষ্টি করতে চায়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তার কারণে প্রতিশোধ নিতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরামহীনভাবে গ্রেপ্তার করে দেশে চরম অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এর মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত রাখতে বর্তমান সরকারের হিংস্র আচরণ এখন তীব্র আকার ধারণ করেছে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ দেশব্যাপী অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ‘কাল্পনিক ও ভুয়া’ মামলা দায়ের ও তাদের বাড়িতে পুলিশি তল্লাশির নামে তাণ্ডব চালানো হচ্ছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গায়ের জোরে ক্ষমতা দখলকারী বর্তমান অহংকারী ও প্রতিহিংসাপরায়ণ সরকারবিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। আর সরকারের এসব অনৈতিক, অমানবিক ও হিংসাত্মক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করছে সরকারদলীয় লোকদের দিয়ে সুপরিকল্পিতভাবে সাজানো প্রশাসন।’

তিনি বলেন, ‘জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন-পীড়নের মাধ্যমে নিজেদের একদলীয় শাসনকে দীর্ঘস্থায়ী করতে বিশ্বের সব স্বৈরাচারকে ডিঙ্গিয়ে গেছে। নিজেদের দুঃশাসনের পরিণতির কথা আওয়ামী লীগ ভুলে গেছে বলেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না করে তারা বিরোধী দলের রাজনীতিকে নিষ্ঠুরভাবে দমন করে চলেছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়