ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির বৈঠক‌ সোমবার

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির বৈঠক‌ সোমবার

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : নির্বাচনকালীন সহায়ক সরকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য দ‌লের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

‌সোমবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হ‌বে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সরকারের প্রস্তাব নিয়ে শিগ‌গিরই সংবাদ সম্মেলনে আস‌ছেন খালেদা জিয়া। নির্বাচনকালীন সরকারের রূপরেখাও এরই ম‌ধ্যে তৈরি করা হয়েছে। স্থায়ী ক‌মি‌টির স‌ঙ্গে বৈঠক শে‌ষে এ‌টি চূড়ান্ত করা হ‌বে। প‌রে এ‌টি জা‌তির সাম‌নে তু‌লে ধর‌বেন বিএন‌পি প্রধান। এ ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে গুরুত্ব পা‌বে।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২২ অ‌ক্টোবর ২০১৭/‌রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়