ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন খালেদা জিয়া

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ২৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন বলে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। দলের একটি সূত্র রাইজিংবিডিকে এ তথ্য দিয়েছে।

প্রায় তিন মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে সোমবার রাতে দলের নীতিনির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।

সেখানে রোহিঙ্গা সংকট, নির্বাচনকালীন সহায়ক সরকার,   ইসির সঙ্গে বিএনপির সংলাপ, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার বিষয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে জানানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ এম কে আনোয়ার মৃত্যুবরণ করায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করবেন তিনি। পরদিন রোববার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়