ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচি আ.লীগের

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচি আ.লীগের

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় খুশি আওয়ামী লীগ। এ অর্জন উদযাপনে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দলটি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যানে) দেওয়া ভাষণে বাংলার স্বাধীনতাকামী ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে আওয়ামী লীগ সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের কর্মসূচি ৪ নভেম্বর থেকে শুরু করব। এদিন দেশব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যালি হবে। ৫ নভেম্বর সারা দেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হবে। ৬ নভেম্বর রাজধানী ঢাকা ব্যাতীত সারা দেশে আনন্দ শোভাযাত্রা হবে। যেহেতু পরীক্ষা (জেএসসি) আছে তাই ৩টার পরে শোভাযাত্রা করার সময়সূচি নির্ধারণ করে দিয়েছি। যাতে করে পরীক্ষা অনুষ্ঠানে কোনো সমস্যা না হয়।

তিনি আরো বলেন, ৭ নভেম্বর দেশবাপী সেমিনার এবং আলোচনা সভার পাশাপাশি রাজধানীতে একটি সেমিনার হবে। জেলা পর্যায়েও আলোচনা সভা করার কর্মসূচি হাতে নিয়েছি। ৮ নভেম্বর সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর ৯ নভেম্বর রাজধানীর দুপুর আড়াইটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ হবে। এ ব্যাপারে আমরা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আগামীকাল নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে রমনা রেস্টুরেন্টে সাড়ে ৪টায় অনুষ্ঠানের ফরমালিটিজগুলো ঠিক করব। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ৩ নভেম্বর জেলহত্যা দিবসে আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করব।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথ সভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, হাছান মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম মিলন, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়