ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সমাবেশ করা অধিকার, দয়া নয় : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমাবেশ করা অধিকার, দয়া নয় : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীতে বিএনপিকে সমাবেশের অনুমতি নিয়ে ক্ষমতাসীনদের দেওয়া বক্তব্যের জবাবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশ করা একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, দয়া নয়।

শুক্রবার রাজধানীর জিপিওতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে বলেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে।’

এর প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগের দেওয়া দয়া নয়। সব রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে।’

‘ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। আমরা বহুদল, বহু মতের গণতন্ত্র চাই’, বলেন বিএনপির এই নেতা।

আগামী নির্বাচনে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে রিজভী বলেন, ‘আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। আওয়ামী লীগের নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।’

শহীদ নূর হোসেনেকে স্মরণ করে তিনি বলেন, ‘গণতন্ত্র আজ বুটের তলায় পিষ্ট। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা।’

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়