ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সমাবেশে না আসলে বেতন কাটা ও চাকরিচ্যুতির হুমকি’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সমাবেশে না আসলে বেতন কাটা ও চাকরিচ্যুতির হুমকি’

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে না গেলে ব্যাংকে কর্মরতদের পাঁচ দিনের বেতন কাটার হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজে চিঠি দিয়ে বলা হয়েছে, না আসলে চাকরি থাকবে না।

এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে স্কুল শিক্ষার্থীদেরও সমাবেশে আনা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে বড় একটি সমাবেশ হচ্ছে। এটা নাকি রাজনৈতিক সমাবেশ নয়। এটা হচ্ছে রাষ্ট্রীয় সমাবেশ। ভালো কথা, অত্যন্ত আনন্দের কথা, কিন্তু কী ব্যবস্থা নিচ্ছে! সকালে দেখে আসছি বড় বড় বাসে স্কুলের বাচ্চাদেরকে তোলা হচ্ছে সমাবেশে আনার জন্য।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য যা যা করার তাই করছেন আপনারা। আগামী নির্বাচনে এ দেশের মানুষ সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায়।’ এ সময় নির্বাচন কমিশনকে এখন থেকে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য আহ্বান জানান মির্জা ফখরুল।

ভাসানীর স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভুলে যাইনি ভাসানী প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনিই প্রথম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন।’

তিনি বলেন, ‘যে আওয়ামী লীগ তৈরি হয়েছিল মওলানা ভাসানীর হাত ধরে আজকে তারা তাদের জন্মদাতাকেই ভুলে গেছেন। ভাসানীকে এই সরকার ভুলে যেতে পারে, কিন্তু দেশের মানুষ তাকে ভুলবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়