ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি : মওদুদ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি : মওদুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : গত দুই বছরে বিএনপির পক্ষ থেকে সরকার পতনের কোনো কর্মসূচি না দেওয়াকে ‘ধৈর্য্যের পরিচয়’ হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। গত দুই বছর কোনো কর্মসূচি দেই নাই। তারপরও সরকার পরিবর্তনে জনগণের মাঝে বিরাট আগ্রহ দেখতে পাচ্ছি। পরিবর্তন হবেই। জেল জুলুম অত্যাচার নির্যাতন দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।’

এ সময় সম্মানজনকভাবে বিদায় নিতে হলে সরকারকে বিএনপির সঙ্গে সমঝোতায় আসার পরামর্শ দেন প্রবীণ এই নেতা।

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে ‘বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম।’

সরকারের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, ‘সম্মান নিয়ে বিদায় নিতে হলে প্রধানমন্ত্রীকে সমঝোতায় আসতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর যদি সমঝোতায় না আসেন তাহলে যার কপালে যা, আমাদের কিছু করার নেই।’

সরকার সমঝোতায় না আসলে রাজপথের আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে, জানিয়ে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ‘আমরা জানি, কীভাবে আন্দোলন করে দাবি আদায় করতে হয়। প্রত্যাশা করি, সরকার ও প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হবে।’

সোমবার তারেক রহমানের জন্মদিনেও একটি মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করার সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘সরকারের কতটা আক্রোশের মুখে পড়লে জন্মদিনেও তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। দুদিন পর দিলে কী হতো? তারেক রহমানের জনপ্রিয়তা তাদেরকে (সরকার) প্রকম্পিত করে। তাই তারা এ ধরনের ব্যবস্থা নেয়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কোনো আইনগত ভিত্তি নেই বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক, বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়