ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোলাম মোস্তফার শারীরিক অবস্থা উন্নতির দিকে

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোলাম মোস্তফার শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফার শারীরিক অবস্থার উন্নতির দিকে।

বৃহস্পতিবার গোলাম মোস্তফার ছেলে মেহেদী মাসুম মুঠোফোনে রাইজিংবিডিকে এ কথা জানিয়েছেন।

গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এমপিকে বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে-মুছড়ে যায়। এ ঘটনায় এমপিসহ আরো দুইজন আহত হয়। দুর্ঘটনার পরপরই গোলাম মোস্তফাসহ আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় প্রথমে এমপিকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। ওই দুর্ঘটনায় এমপি গোলাম মোস্তফা মাথায় গুরুতর আঘাত পান। এছাড়াও তার শরীরের কয়েকটি অংশেও জখম হয়।

মেহেদী মাসুম রাইজিংবিডিকে বলেন, ‘আজ দুপুর আড়াইটার দিকে হাসপাতালের বোর্ড মিটিং হয়েছে। মিটিং শেষে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন, উনার ইমপ্রুভ হচ্ছে। আব্বার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনার মাথায়। ব্রেনে আঘাত পেয়েছেন। ঠিক হতে সময় লাগবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরো বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের সবাই খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই উনার চিকিৎসার ব্যাপারে মনিটরিং করছেন।’ 

সুন্দরগঞ্জের ১১ নম্বর হরিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা হাসপাতালে ছিলাম। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, উনি আল্লাহর রহমতে ভালো আছেন।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/নৃপেন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়