ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ বুধবার

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক : গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। 

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি জানান, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি, সিটি করপোরেশনসহ পৌরসভার ট্যাক্স এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে জেলা ও মহানগরে বিএনপির প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। তবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনী এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মাহবুবে রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়