ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএনসিসিতে থাকছে বিএনপি, রসিকে চায় সেনা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনসিসিতে থাকছে বিএনপি, রসিকে চায় সেনা

জ্যেষ্ঠ প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবিাহিনী মোতায়েনের দাবি করেছে বিএনপি। পাশপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে দলটির অংশ নেবে বলেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচার করে বিনিয়োগের তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযোগ এনেছেন স্থায়ী কমিটির বৈঠকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।’

সারা দেশে বিনা অজুহাতে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সভায় সরকারের এই নির্যাতনমূলক আচরণের তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। গ্রেপ্তার অভিযান বন্ধ করারও আহ্বান জানানো হয়।’

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা নজীরবিহীন দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বলে জানান রিজভী।

তিনি বলেন, ‘চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়ে অবিলম্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার নাগালে আনার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।’

সম্প্রতি দেশে গুম, খুন অস্বাভাবিক হারে বেড়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় রাজনীতিবিদ, প্রাক্তন রাষ্ট্রদূত, সাংবাদিক এবং সুশীল সমাজের কেউই গুম, খুন থেকে বাদ পড়ছে না। সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারী সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। অতি সম্প্রতি প্রথিতযশা শিক্ষক ড. আসিফ নজরুল ও সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনে মামলা দায়ের করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।’



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়