ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আ.লীগের এক বোন ১০ ভাইয়ের কাজ করবে’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আ.লীগের এক বোন ১০ ভাইয়ের কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নারী কর্মীদের ‘বোন’ সম্বোধন করে এক একজনকে ১০ জন ভাইয়ের সমান কাজ করার আহ্বান জানালেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় নেতারা এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের হাত পড়েনি।তিনি আমাদের কাছে হীরা। আর এমন হীরা পেয়ে আমরা ভাগ্যবান। তাই এই হীরা আগামী জাতীয় নির্বাচনে সকল নকল হীরাকে টুকরো টুকরো করে এগিয়ে যাবে। এজন্য আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। তবে এই করেছে, ওটা করেছে, সেটা করেছে বলে কথা বললে হবে না। মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয়ের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘সরকারের উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য আপনাদেরকে প্রতিটি ঘরে ঘরে কাজ করতে হবে। আমাদের মা-বোনেরা যদি ভালো কাজ করেন তাহলে আগামীতে আমরা আওয়ামী লীগকে ভালো জয় এনে দিতে পারব।’

ভোটের মাঠে নারী কর্মীদের প্রচারণার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘আপনারা এক একটি বোন ১০টি ভাইয়ের সমান কাজ করতে পারবেন। যদি আপনারা ইচ্ছা করেন। কারণ আপনি যদি কোনো বাড়িতে যান তাহলে সেই বাড়ির গৃহকর্তার কাছে যেতে পারবেন। ওই বাড়ির ছেলের কাছে যেতে পারবেন। বাড়ির মেয়ের কাছে যেতে পারবেন। বাড়ির গৃহকর্ত্রীর কাছে যেতে পারবেন।এভাবে একজন বোন কাজ করতে পারবেন, কিন্তু পুরুষ ভাইয়েরা কেবল কোনো বাড়ির বৈঠকখানায় গিয়ে ওই বাড়ির গৃহকর্তার সঙ্গে কথা বলতে পারবেন। যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অনেক দূর এগিয়ে যাবে।’

আওয়ামী লীগ নেতাদের এমন আহ্বানে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া  খাতুনও আগামী নির্বাচনে নৌকার বিজয়ে সারা দেশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া হবে বলে অঙ্গীকার করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপিকে আগামী নির্বাচেন অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যথাসময়ে নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। তাই ষড়যন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচনে আসলে আমরা আপনাদের স্বাগতম জানাব।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা। সভা পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/ নৃপেন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়