ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরশাদের নজর কাড়তে নেতাদের শোডাউন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের নজর কাড়তে নেতাদের শোডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক : জেরুজালেম ইস্যুতে সম্মিলিত জাতীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক শোডাউন করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নজর কাড়তে নিজেদের ব্যানার, ফেস্টুন ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দেন দলটির নেতারা।

মিছিল নিয়ে জাপা নেতাদের শোডাউনের কারণে দুপুর থেকেই রাজধানীর বিজয়নগর, কাকরাইল মোড়, পল্টন মোড়, শিল্পকলা, মৎসভবনসহ আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় দীর্ঘ সময় ধরে গাড়িতে বসে চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ। বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

যানজটে ভোগান্তির কথা স্বীকার করে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সুজনদে রাইজিংবিডিকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি হওয়ার কারণে নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে এসেছেন। নেতা-কর্মীদের উপস্থিতি বেশি হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। কর্মসূচির কারণে সাময়িক কষ্টের জন্য ভুক্তভোগীদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানী কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত জাতীয় জোট। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।



কর্মসূচি শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে। এর আগেই মিছিল নিয়ে শোডাউন করে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন নেতা-কর্মীরা। সমাবেশে নজর কাড়েন মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির অনুসারি নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার হোসেন ও মো. ইব্রাহিমের নেতৃত্বে বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর, কদমতলী এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তারপর একে একে নেতাদের শোডাউন বাড়তে থাকে। মিছিল নিয়ে আসেন মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু। কর্মসূচিতে নেতা-কর্মীর মিছিল নিয়ে শোডাউন করেন ঢাকা নির্বাচনী এলাকা-৫ এর সম্ভাব্য প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, স্বেচ্ছাসেবক পার্টির বেলাল হোসেন, দ্বীন ইসলাম, আজিজুল হুদা সুমন, যুবসংহতির আলমগীর সিকদার লোটন ও ফখরুল আহসান শাহজাদা, শ্রমিক পার্টির আসরাফুজ্জামান খান। এ ছাড়া ইফতিখার হাসান ও মিজানুর রহমান মিরুর নেতৃত্বে ছাত্রসমাজও বিক্ষোভে শোডাউন করে।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়