ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এক ওভারে টানা সাত ছক্কার অবিশ্বাস্য কীর্তি!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক ওভারে টানা সাত ছক্কার অবিশ্বাস্য কীর্তি!

কিংবদন্তি মুরালিধরনের হাত থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন নাভিন্দু পোহাসারা

ক্রীড়া ডেস্ক : এক ওভারে ছয় ছক্কার কীর্তি আছে। কিন্তু এক ওভারে টানা সাত ছক্কা! অবিশ্বাস্য এই কীর্তিই গড়েছেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার নাভিন্দু পোহাসারা।

গত শনিবার স্থানীয় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৫ মুরালি গুডনেস কাপের ফাইনালে এই কীর্তি গড়েন পোহাসারা। মাঠে উপস্থিত থেকে তার এই কীর্তি স্বচক্ষে দেখেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

পোহাসারা এফওজি ক্রিকেট একাডেমির খেলোয়াড়। ফাইনালে ধর্মপালা কোট্টাওয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমেছিল তার দল। পোহাসারা তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮৭ বলে খেলেন ১০৯ রানের দারুণ ইনিংস। তার দল ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৮৩ রান।

ডানহাতি ব্যাটসম্যান পোহাসারা ১০৯ রানের ইনিংসটি খেলার পথেই এক ওভারে হাঁকান টানা সাত ছক্কা। একটি ছক্কা এসেছে নো বল থেকে। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই এটি সম্ভবত বিশ্ব রেকর্ড!

ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে পোহাসারা দল। পোহাসারা নিজে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন স্বয়ং মুরালিধরন। লঙ্কান কিংবদন্তি পোহাসারার প্রশংসা করেন এবং ক্রিকেটে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।

তথ্যসূত্র : ক্রিকেট এজ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়