ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমন্দ প্রদেশে তালেবানের হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে। রোববার ভোরে প্রাদেশিক রাজধানী লশকর গাহের কালাই সাং এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ হায়াত বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমাদের পুলিশ তাদের সঙ্গে লড়াই করেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ১১ পুলিশ শহীদ ও দুজন আহত হয়েছে। হামলার পরপর তালেবান জঙ্গিরা পালিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

প্রাদেশিক পুলিশ প্রধান গাফার সাফি জানিয়েছেন, পাল্টা হামলায় ১৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। হামলার পরপর তালেবান এর দায় স্বীকার করেছে।

এদিকে রোববার কান্দাহার প্রদেশে ন্যাটো বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে এক নারী নিহত ও আরো চারজন আহত হয়েছে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজেক।

গত ১৬ বছর ধরে তালেবান দমন অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। সম্প্রতি দেশটিতে মার্কিন সেনাদের সংখ্যা বাড়ানো হয়েছে। এরপর থেকেই দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলা বাড়তে শুরু করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়