ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাবিথসহ পাঁচজন বিএনপির প্রার্থী হতে আগ্রহী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবিথসহ পাঁচজন বিএনপির প্রার্থী হতে আগ্রহী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী পাঁচজন প্রার্থী। এজন্য দশ হাজার মূল্যমানের মনোনয়ন ফরম কিনেছেন প্রত্যেকে।

মনোনয়ন ফরম কিনেছেন দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, গতবারের দলীয় মেয়র প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, প্রাক্তন সাংসদ (অবসরপ্রাপ্ত) মেজর আখতারুজ্জামান এবং মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম। ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলার আসামি এম এ কাইয়ুমের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার প্রতিনিধি উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু।

রোববার সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলে বিকলে ৪টা পর্যন্ত। প্রার্থীদের হাতে ফরম তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফরম বিক্রির সময় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেইন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী জানান, সোমবার নয়াপল্টনের কার্যালয়ে মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা জামানতসহ জমা নেওয়া হবে বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার গ্রহণ করবেন।

রিজভী বলেন, ‘মনোনয়ন বোর্ড প্রার্থীদের যাচাই-বাছাই করে একজন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেবেন এবং তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। আমরা আশা করছি, সোমবার মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের পর চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।’

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন হবে। গত মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগে ওই সিটিতে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। আওয়ামী লীগের সমর্থনে ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। যদিও কারচুপির অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে সরে যায় বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৪ জানুয়া‌রি ২০১৮/‌রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়