ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ত্র মামলায় পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্র মামলায় পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে অস্ত্র মামলায় গাংনী পৌরসভার মেয়র ও গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড  দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক মো.  তাজুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আশরাফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি গাংনী শহরের উত্তরপাড়ার আব্দুর রশিদের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ২৭ মে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আশরাফুল ইসলামের বাসভবনে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার এবং অস্ত্র রাখার অভিযোগে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেন। পরে এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে আশরাফুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই নারায়ণ চন্দ্র ঘোষ একই বছরের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আটজন সাক্ষ্য দেন। আদালত আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাভভোকেট খন্দকার আব্দুল মতিন। আসামি পক্ষের আইনজীবী অ্যাভভোকেট খন্দকার আব্দুল মতিন বলেন, এ রায়ে তারা সন্তষ্ট নন। উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ।



রাইজিংবিডি/মেহেরপুর/১৪ জানুয়ারি ২০১৮/মহাসিন আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়