ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকার গঠন মতামত যথাযথ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকার গঠন মতামত যথাযথ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার প্রশ্নে সংবিধানসম্মত সরকার গঠনকল্পে যে মতামত ব্যক্ত করেছেন, তা যথাযথ বলে মন্তব্য করেছেন জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

সংবাদ মাধ্যমে সোমবার পাঠানো বিবৃতিতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের ধারা সুমসৃণ ও অব্যাহত রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। সে লক্ষ্যে, সংবিধান সম্মতভাবেই নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এ ক্ষেত্রে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ পছন্দ অনুযায়ী নির্বাচন সামনে রেখে সংবিধানবহির্ভূত  সরকার গঠন কোনোভাবেই কাম্য হতে পারে না।

তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বে এ ধরনের চর্চা নেই। এমনকি প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান বা নেপালেও নেই। অতএব নিয়মতান্ত্রিকভাবেই সব কিছু হওয়া উচিত। জাতীর স্বার্থে সবাইকেই ব্যক্তি ও দলীয় স্বার্থ ত্যাগী হওয়া প্রয়োজন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/আসাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়