ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সুবিধা দেওয়া হবে’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সুবিধা দেওয়া হবে’

সচিবালয় প্রতিবেদক : বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কক্সবাজার-টেকনাফ সড়কে শহীদ এটিএম জাফর আলম স্মরণে নির্মাণ করা হয়েছে একটি তোরণ। সোমবার সকালে এ তোরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওবায়দুল কাদের। তোরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে জেলখানা আর গুলশানের বাসভবন এক নয় বলে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে ভাঙার জন্য অন্য কারো প্রয়োজন নেই, বিএনপিই যথেষ্ট।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি ও আশিক উল্যাহ রফিকসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

উল্লেখ্য, আরাকান সড়কে প্রথম কিলোমিটারে শহীদ এটিএম জাফর আলম স্মরণে তোরণটি নির্মাণ করে কক্সবাজার সড়ক বিভাগ। ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইকবাল হল তথা বর্তমানে জহরুল হক হলে পাকা-হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করতে গিয়ে নির্মমভাবে শহীদ হন এটিএম জাফর আলম সিএসপি।

এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়