ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফরোজা-সুলতানার আগাম জামিন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফরোজা-সুলতানার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদকে দুই মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রমনা থানায় দায়ের করা তিন মামলায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে।

আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায়ের দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রমনা থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়