ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির মানববন্ধনে নেতা-কর্মীদের ঢল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির মানববন্ধনে নেতা-কর্মীদের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মানবন্ধন করেছেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি ঘিরে রাজপথে নেতা-কর্মীদের ঢল নামে। বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই কর্মসূচি স্থায়ী হয়, যেখানে দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন। ছিলেন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও।

কর্মসূচির নির্ধারিত সময়ের আগেই সকাল ১০টা থেকে মানববন্ধনে দলটির নেতা-কর্মীরা অবস্থান নিতে শুরু করেন। বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন। ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাব না’, ‘হামলা করে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘জেল জুলুম টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’সহ নানা ধরনের স্লোগান দিয়ে খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তার মুক্তি দাবি করা হয়। নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর। তাদের অবস্থানে প্রেসক্লাব এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচলে বিঘœ ঘটে।

মানববন্ধনে বিএনপি ছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ দলীয় জোটের নেতা-কর্মী, পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরী, ডা. এজেএম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ড. এবিএম ওবায়দুল ইসলাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আমিনুল হক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুহাম্মদ আবদুল আউয়াল খান, ড. মোর্শেদ হাসান খান, শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশিদ, শামীমুর রহমান শামীম, কাদের গণি চৌধুরী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায়, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, তানভীর আহমেদ রবিন, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, ছাত্রদলের মামুনুর রশিদ মামুন, আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, ওমর ফরুক মুন্না, ইখতিয়ার রহমান কবির, আরজ আলী শান্তসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী  দল ও ঢাকা মহানগরের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 


এদিকে মানববন্ধন ঘিরে প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা যায়। তবে তারা কর্মসূচিতে কোনো বাধা দেননি।

কালো কাপড় পরে এলেন ঢাবি শিক্ষকরা: এদিকে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে যোগ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদলের আহ্বায়ক ড. মো. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুর রশিদ ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে সাদাদলের অধ্যাপক ড. সদরুল আমিন, ড. এবিএম ওবায়দুল ইসলাম, লুৎফর রহমান, অধ্যাপক ড. মহব্বত খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মাহফুজুর রহমান, ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. নূরুল আমিন, ড. মহিউদ্দিন আহমেদ, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. মিজানুর রহমান, ইসরাফিল প্রামাণিক রতন, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক দেবশীষ পাল, অধ্যাপক ড. নূরুল আমিন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক আলামিন, ড. এহসানুল মাহবুব যোবায়ের, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক জসিম উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. নূরুল আমিন প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/রাপা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়