ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সকলের সঙ্গে খেলেই জয়ী হতে চায় আওয়ামী লীগ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সকলের সঙ্গে খেলেই জয়ী হতে চায় আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ কামনা করে আওয়ামী লীগ। নির্বাচনী মাঠে সকলের সঙ্গে খেলেই জয়ী হতে চায় দলটি। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বাংলাদেশ ইউরোলজি সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনো নেতার জেলে থাকার বিষয়টি সুখকর নয়। এটা কেউ কামনা করে না। আদালতের সিদ্ধান্ত ও দলীয় রাজনীতি একই বিষয় না। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আদালতের মাধ্যমে জেলে গেছেন। আদালতের মাধ্যমেই তাকে জেল থেকে বেরিয়ে আসতে হবে। এ নিয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই।’

চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন চিকিৎসক কখনো রোগীর অমঙ্গল কামনা করে না। রোগীকে সুস্থ করে তুলতে তিনি সাধ্যমতো চেষ্টা করেন। মাঝেমধ্যে ভুল হয়ে থাকতে পারে। তাই বিচার-বিবেচনা না করে চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো ঠিক নয়। পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসকদেরও বেশি করে দায়িত্বশীল থাকা দরকার।’

কিছু সংখ্যক বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর শিক্ষার মানের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের চিকিৎসা শিক্ষার অনেক উন্নতি হয়েছে। রোগীদের সেবাদান এবং দক্ষ চিকিৎসক গড়ে তোলার জন্য অনেক বেসরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কিছু সংখ্যক কলেজের মান ও অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। এভাবে চলতে দেওয়া যায় না। এজন্য একটি আইন করতে যাচ্ছে সরকার।’

সোসাইটির সভাপতি ডা. এস এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রয়ারি ২০১৮/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়