ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রধানমন্ত্রী দেশে না থাকায় রায়ের কপি পেতে বিলম্ব’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধানমন্ত্রী দেশে না থাকায় রায়ের কপি পেতে বিলম্ব’

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আজকে (রোববার) পর্যন্ত রায়ের কপি পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন। রায়ে কী আছে উনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জানার জন্য সত্যায়িত কপি আটকে আছে।’

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন রিজভী।

তিনি বলেন, ‘বেগম জিয়াকে কারাবন্দি করার পর তার বন্দিত্ব ও রায়ের কপি দিতে টালবাহানা এবং তা নিয়ে আওয়ামী মন্ত্রী ও নেতাদের হাসি-ঠাট্টা-মশকরা করছেন। এতে প্রমাণিত হয়, একমাত্র শেখ হাসিনার খুশি ও আনন্দের জন্যই বেগম জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।’

‘আমাদের বক্তব্য হচ্ছে- আইনের বিধান মেনে কেন রায়ের কপি দেওয়া হয়নি? নির্দিষ্ট সময় পার হওয়ার পরও কেন রায়ের কপি দিতে বিলম্ব হচ্ছে,’ বলেন রিজভী।

খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এটাই এখন জনগণের উচ্চারণ। খালেদা জিয়া ব্যতিরেকে কোনো নির্বাচন এদেশে হবে না। মামলা দিয়ে, সাজা দিয়ে, হাত-পা বেঁধে কোনো চক্রান্তের নির্বাচন করার ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’

সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখেই আরেকটি প্রহসনের নির্বাচনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, বিএনপি নেতা আসাদুল হাবীব দুলু, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়