ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দলটির নেতা খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার দুপুরে রাজধানীতে এক নাগরিক সমাবেশে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি বলতে চাই, অবশ্যই বেগম জিয়াকে সঙ্গে নিয়েই আমরা ভবিষ্যতে নির্বাচনে যাবার চিন্তা করছি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী সংসদ নির্বাচনের ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমাদের আছে।’

বিএনপি কী ধরনের কর্মসূচি দেবে, তা একান্ত বিএনপির বিষয় বলেও জানান দলটির এই নীতিনির্ধারক।

খন্দকার মোশাররফ ব‌লেন, ‘বিএন‌পি শান্ত কর্মসূ‌চি দি‌চ্ছে। কোনো জ্বালাও-পোড়াও কর‌ছে না। সরকার যেটা ভে‌বে‌ছিল তা বিএন‌পি ক‌রে নাই আর এ‌তেই ওবায়দ‌ুলের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) মাথা ব্যথা হয়েছে, কেন এমন ক‌রে না। এসব চিন্তা ক‌রে য‌দি ভা‌লো ঘুম হয় তাহ‌লে চিন্তা ক‌রেন।’

খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘স্বা‌ধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন।

কারাগারে যাওয়ার পর খালেদা জিয়ার জনপ্রিয়তা আরো বেড়েছে দাবি করেন মোশাররফ হোসেন বলেন, ‘এই যে অন্যায়ভাবে আমাদের নেত্রীকে সাজা দেওয়া হলো, জেলে নেওয়া হলো, সেজন্যই দেশনেত্রীর প্রতি সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধি পেয়েছে, তার প্রতি সহানুভূতি বৃদ্ধি পেয়েছে। তিনি দেশনেত্রী থেকে দেশমাতায় পরিণত হয়েছেন।’

খা‌লেদা জিয়া‌কে ‘অপ‌রিছন্ন সাধারণ কারাগা‌রে’ রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এর জন্য তা‌দেরকে (আওয়ামী লীগ) এক‌দিন জবাব দি‌তে হবে। সরকার ‌মিথ্যা মামলায় খা‌লেদা জিয়াকে জে‌লে দি‌য়ে তা‌কে দুর্নী‌তিগ্রস্ত প্রমাণ কর‌তে চে‌য়ে‌ছিল, ‌কিন্তু জনগণ তা বিশ্বাস ক‌রে‌নি।’

আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই রাজনৈ‌তিক প্র‌তিহিংসায় খা‌লেদা জিয়াকে মিথ্যা মামলায় জে‌লে দেওয়া হ‌য়ে‌ছে বলে অভিযোগ করেন দলটির এই নীতিনির্ধারক।

সরকারের উসকানিতে পা না দিয়ে খা‌লেদা জিয়া‌কে মুক্ত কর‌তে এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার কথা বলেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এবং সহসভাপতি ইশতিয়াক আজিজ বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির সহসভাপতি শাহিদুর রহমান তামান্না, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়