ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আওয়ামী লীগ বিশ্বের দরবারে রোল মডেল

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আওয়ামী লীগ বিশ্বের দরবারে রোল মডেল

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ (কুমিল্লা-৯) মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা জাতির জনকের সংগঠনকে নির্মূল করে দিতে চেয়েছিল। তারা দলের নেতাকর্মীদের উপরে অনেক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে কিন্তু দলের কার্যক্রম নিচিহ্ন করতে পারেনি।

তিনি বলেন, পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরে এসে নিরলস শ্রম দিয়ে দলকে আবার চাঙা করেন। এখন আওয়ামী লীগ বিশ্বের দরবারে রোল মডেল। কারণ, দায়িত্বে এসে তিনি প্রথমে বুঝতে চেষ্টা করেন কীভাবে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। যার ফলশ্রুতিতে পথ নকশা ২০৪১ ঘোষণা করেন।  এই নকশার আলোকে দেশ পরিচালিত হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি একথা বলেন।

বিদ্যুতের সাফল্যের পেছনে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা করে তাজুল ইসলাম বলেন, ‘কৃষিখাত, শিল্প ও সেবাখাতের ভঙ্গুর অবস্থা থেকে দ্রুত উত্তোরণে কুইক রেন্টাল কোম্পানির মাধ্যমে কাঙ্খিত বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর মাধ্যমে ওইসব সেবাখাতে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সম্প্রসারণ সম্ভব হয়। এখন অর্থনৈতিক অঞ্চলগুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। আর বিএনপি-জামায়াত সরকারের সময়ে বিদ্যুৎখাতের কোন অগ্রগতি ছিল না; ভঙ্গুর অবস্থায় রেখে ক্ষমতা থেকে বিদায় নেয়। অথচ বিদ্যুৎ সেক্টরে আজ বিপ্লব ঘটেছে। ঘরে ঘরে শিগগিরই বিদ্যুৎ পৌঁছে যাবে।

তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎখাতে কোন অগ্রগতি ছিল না। এই খাতের আওতায় তাদের সময়ে সুবিধাভোগী মানুষের সংখ্যা ছিল মাত্র ৪৩ ভাগ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ খাতে সুবিধাভোগী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ ভাগ অর্থাৎ বিএনপি-জামায়াত সরকারের উন্নয়নের দ্বিগুনের বেশি। আশা করছি, শিগগিরই শতভাগ মানুষের বাড়ীতে বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাবে।’

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের সময়ে কৃষিতে অব্যবস্থাপনার কারণে আন্দোলন হয়েছে। অনেক কৃষককে সার ও কীটনাশকের জন্য জীবন দিতে হয়েছে। বর্তমান সরকারের সুপরিকল্পিত পরিকল্পনার কারণে কৃষিতে বিপ্লব ঘটেছে। আজ সার ও কীটনাশকের কারণে কৃষকদের আন্দোলন করতে হয় না। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এসব ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ ছিল বিএনপি।’

তিনি বলেন, ‘সরকারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণে আমাদের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছাবে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে। সরকার পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ঘোষণা করেছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের ক্ষেত্রে ব্যতিক্রমী রোল মডেল।’

বেগম খালেদা জিয়ার মামলার প্রসঙ্গ উল্লেখ তিনি বলেন, ‘এই মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি, দিয়েছিল  তত্বাবধায়ক সরকার। খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার দিনে লন্ডনে বাংলাদেশের হাই-কমিশনে হামলা চালানো হয়। সেখানে থাকা বঙ্গবন্ধুর ছবি বের করে ভাংচুর করা হয়। বঙ্গবন্ধুকে অস্বীকার- এটা কোনভাবেই মানা যায় না। কারণ, তিনি স্বাধীন দেশ দিয়েছেন, দিয়েছেন পতাকা ও জাতীয় সঙ্গীত।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়