ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : ১১ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি।

বুধবার সকাল থেকেই এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

সংগঠনটির সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাঁচ হাজারের বেশি শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

দেখা গেছে, কেন্দ্রীয় ঈদগা ময়দানের সামনে, কদম ফোয়ারার মোড়ে শিক্ষকরা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা তাদের ঘিরে রেখেছেন।

তাদের এই কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ থেকে মতিঝিল যাওয়ার রাস্তা এক প্রকার অচল হয়ে পড়েছে। যাত্রীরা বাস থেকে নেমে হেটে তাদের গন্তব্য স্থানে যাচ্ছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/হাসিবুল/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়