ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আগামী দিনে জাপার বিজয় সুনিশ্চিত’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আগামী দিনে জাপার বিজয় সুনিশ্চিত’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘দেশের স্বার্থে মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। মঙ্গলবারের দুটি উপনির্বাচনে আপনারা দেখেছেন সাধারণ মানুষ কীভাবে লাঙলে ভোট দিয়েছেন। সরকারি দলের অনিয়মের পরও সুন্দরগঞ্জে লাঙল জিতেছে। নাসিরনগরে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত।’

২৪ মার্চ মহাসমাবেশ উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত গাজীপুর জেলা জাপার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাওলাদার বলেন, ‘সুন্দরগঞ্জে সরকারি দলের বাধা দান অনিয়ম স্বত্ত্বেও সাধারণ মানুষ লাঙলে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছেন। এতে প্রমাণ হয় এরশাদের জনপ্রিয়তা বেড়েছে। এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমাদের আগামীতে ক্ষমতায় যেতে হবে।’

নাসিরনগরে উপনির্বাচন প্রশ্নবিদ্ধ অভিযোগ করে জাপা মহাসচিব বলেন, ‘নাসিরনগরে বিজয় ঠেকাতে ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী প্রশাসনের সহযোগিতায় ভোটকেন্দ্র দখলের মহোৎসব শুরু করে। কিন্তু প্রশাসন নীরব ছিল। জাতীয় পার্টির প্রার্থী কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাদের নির্দেশে তাৎক্ষণিক নির্বাচন প্রত্যাখ্যান করেন।’ তিনি আগামী নির্বাচনসমুহে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। জাতীয় পার্টি রাজনীতি করে শান্তি, উন্নয়ন ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনারা সংঘবদ্ধ হোন, প্রস্তুত হোন, বিজয় আমাদের সুনিশ্চিত। আগামী ২৪ মার্চ জাতীয় পার্টির মহাসমাবেশে প্রমাণ করতে হবে দেশের মানুষ জাতীয় পার্টিকে সমর্থন দিচ্ছে।’

গাজীপুর জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মো. আজম খানের সভাপতিত্বে সেক্রেটারি ড. মাহাবুব আলম মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, গাজীপুর জেলা নেতা মোশারফ হোসেন, বজলুর রহমান, মহিউদ্দিন সরকার, আফজাল উদ্দিন, ওমর ফারুক, আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, ডা. আজিজুর রহমান, আশরাফুল ইসলাম সিকদার, মো. শাহাআলম, নায়েব আলী, ডা. আনোয়ার হোসেন, শেখ মোহাম্মদ রতন, সালাউদ্দিন, সাজেদা আক্তার, পারভিন, সয়েজ উদ্দিন মেম্বার, ডা. আতাউল্লাহ, হানিফ মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়