ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুদক বিরোধী দল দমনে ব্যবহার হচ্ছে

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদক বিরোধী দল দমনে ব্যবহার হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : আপিল করে খালেদা জিয়ার জামিন আদেশ আটকে দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি এখন বিরোধী দল দমনে ব্যবহার হচ্ছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘দুদক এখন বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। গতকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে তারা আবারো প্রমাণ করল তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার।’

রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারি ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, অথচ দুদক এক্ষেত্রে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রস্তুত থাকে দুদকের মতো দপ্তরগুলো। দুদক প্রধানমন্ত্রীর চাহিদা মেটাতে বিএনপিকে নিজ দেশেই পরাধীনতার সুদৃঢ় বন্ধনে বন্দি করতে বেপরোয়াভাবে কাজ করছে।’

খালেদা জিয়ার মামলায় ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘যেভাবে নিম্ন আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে ন্যায় বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে পড়ছে। বেগম খালেদা জিয়ার মামলায় সেটিরই বহিঃপ্রকাশ ঘটেছে।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে চার দিনের রিমান্ডে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘এই রিমান্ড মঞ্জুর এক অজানা আতঙ্ক সৃষ্টি করে দেশের মানুষের মধ্যে। কারণ ইতোমধ্যে রিমান্ডে নির্যাতনে মৃতপ্রায় ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে কারাগারে পাঠিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশটি ২৪ মার্চের পরিবর্তে ৭ এপ্রিল হবে বলে সংবাদ সম্মেলনে জানান রিজভী।




রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়