ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপির সমাবেশের নতুন তারিখ ২৯ মার্চ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির সমাবেশের নতুন তারিখ ২৯ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দফায় রাজধানীতে সমাবেশ করতে অনুমতি না পেয়ে আবারো নতুন তারিখ দিয়েছে বিএনপি। আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার সোহরাওয়ার্দীতে এই সমাবেশ করতে চায় দলটি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, সমাবেশের জন্য বারবার চেষ্টা করেও অনুমতি পাওয়া যায়নি। শনিবার বিএনপির এটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তাদের সাক্ষাৎ দেওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিএনপিকে ভিন্ন দিকে ভিন্নভাবে পরিচালিত করতে চাচ্ছে। কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কখনো সেটি করবো না।’

আগামী ২৯ মার্চ সমাবেশের নতুন তারিখ ঘোষণা করে তিনি এই দিন কর্মসূটি আয়োজনে সংশ্লিষ্টদের কাছ থেকে অনুমতির প্রত্যাশা করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চেয়েও পায়নি বিএনপি। পরে ১৯ মার্চ নতুন তারিখ দিলেও অনুমতি মেলেনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়