ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘রাজনৈতিক অনৈক্যের কারণে জনগণের নাভিশ্বাস উঠছে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাজনৈতিক অনৈক্যের কারণে জনগণের নাভিশ্বাস উঠছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেছেন, দেশবাসী আজ বড় রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি। কেউ ক্ষমতায় টিকে থাকতে, আবার কেউ পুনরায় রাষ্ট্র ক্ষমতার জন্য মরিয়া। দেশ ও জাতির স্বার্থে তারা একটেবিলে বসতে পারে না। রাজনৈতিক দলগুলোর এমন অনৈক্যের কারণে জনগণের নাভিশ্বাস উঠছে।

সোমবার বিকেলে রাজধানীর নিউমার্কেটে থানা জাপা আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসহাক ভূইঁয়া বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের (জাপা) কোনো ভুল সিদ্ধান্ত নিলে চলবে না। মানুষ বড় দুটি দলের শাসনে অতীষ্ঠ। সামনে সুযোগ এসেছে, আমরা যদি এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে পারি তবে জনগণ জাতীয় পার্টিকেই আবার রাষ্ট্র ক্ষমতায় আনবে।

নিউমার্কেট থানার সভাপতি ইস্কান্দার মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন-নগর জাপা নেতা হাজী সাব্বির, অপু সিকদার, শাহ্ আলম দেওয়ান, শওকত হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়