ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘জনগণের আশা-ভরসার ঠিকানা জাপা’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণের আশা-ভরসার ঠিকানা জাপা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, আওয়ামী লীগ বিএনপি নয়, জাতীয় পার্টিই এখন জনগণের আশা-ভরসার ঠিকানা। কারণ বড় দুটি দলের শাসন তারা দেখেছে। তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। বলতে গেলে দুটি দলই জনগণ থেকে বিচ্ছিন্ন। সেই সুযোগ কাজে লাগিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে  ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, মানুষ প্রত্যাশা করে এরশাদ সরকারের অতীত সোনালী যুগের। তাই বেশি করে আমাদের সরকারের উন্নয়ন সমৃদ্ধি জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। নতুন প্রজন্মের ভোটারদের কাছে তুলে ধরতে হবে জাপার সোনালী অতীত। এভাবে জনগণের আস্থা অর্জন করেই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে।

২৪ মার্চ ঢাকার মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী ২৪ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ ঘটিয়ে জাতীয় পার্টির শক্তি সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে। সেদিন জনসমুদ্র প্রমাণ করবে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত।

জরুরি সভায় বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. সফিকুল ইসলাম সেন্টু, মো. নোমান এমপি, নাজমা আক্তার, পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, ইসহাক ভুইয়া, বেলাল হোসেন, মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী, শ্রমিক পার্টি সভাপতি একেএম আসরাফুজ্জামান খান, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান, মুক্তিযোদ্ধা পার্টি সভাপতি জাফর উল্লাহ মজুমদার আজাদ, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান, ওলামা পার্টি সাধারণ সম্পাদক মাওলানা এসএম আল জুবায়ের।

দপ্তর সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় জরুরি সভায় উপস্থিত ছিলেন খোরশেদ আলম খুশু, আনিস উর রহমান খোকন, এমএ রাজ্জাক খান, সুমন আশরাফ, আবু সাঈদ স্বপন, সৈয়দা পারভিন তারেক, মনোয়ারা তাহের মানু, হেলাল উদ্দিন, মাহমুদ আলম, মিজানুর রহমান মিরু, সোলায়মান সামি, আব্দুল বাতেন, দ্বীন ইসলাম শেখ, মোমেনা বেগম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়