ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালেদাকে কারাগারে রাখতে সরকারের ‘ভয়ানক ফন্দি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদাকে কারাগারে রাখতে সরকারের ‘ভয়ানক ফন্দি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করতে সরকার ‘ভয়ানক ফন্দি’ আটছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী। এজন্য আইনি প্রক্রিয়ার জন্য ওকালতনামায় বিএনপি নেত্রীর স্বাক্ষরের প্রয়োজন হলেও এতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘সরকার ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দি করার পর এখন তার জামিন বিলম্ব করতে ওকালতনামায় স্বাক্ষর নিতে পর্যন্ত বাধা দিচ্ছে। অনেকবার চেষ্টা করেও আইনজীবীরা ওকালতনামায় বেগম খালেদা জিয়ার স্বাক্ষর নিতে পারেননি কারা কর্তৃপক্ষের অসহযোগিতায়। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

‘সরকার বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখে যে এক ভয়ানক ফন্দি আঁটছে সেটা এখন সুস্পষ্ট হয়ে উঠছে।’

দেশের বিচার বিভাগ সরকারি প্রভাবমুক্ত নয় দাবি করে রিজভী বলেন, ‘বিচার বিভাগ সরকারের ইচ্ছা-পূরণেরই হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রহসনের বিচারের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে।’

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জাতীয়তাবাদী তথা বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি সম্পাদকসহ ১০টি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এ বিজয় দেশের বিচারঙ্গনে সরকারি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ। দেশের বিচার বিভাগের এই চরম সংকটে সর্বোচ্চ আদালতের আইনজীবীরা সঠিক রায় দিয়ে বিচারালয়ে সরকারি নোংরা খেলার দ্ব্যর্থহীন প্রতিবাদ জানিয়েছেন।’

সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে ‘ষড়যন্ত্র’ করছে অভিযোগ করেন বিএনপির এই নেতা বলেন, ‘কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন সর্বব্যাপী তীব্র থেকে তীব্রতর করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়