ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাঠ পরিদর্শনে এরশাদ, ছিলেন জোটের নেতারাও

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঠ পরিদর্শনে এরশাদ, ছিলেন জোটের নেতারাও

জ্যেষ্ঠ প্রতিবেদক : শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ। সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গেছেন জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় জোটের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে মাঠ দেখতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোহরাওয়ার্দী উদ্যানে যান। এ সময় দল ও জোটের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এরশাদ মহাসমাবেশের প্রবেশপথ, মঞ্চসহ সব জায়গা ঘুরে দেখেন। মহাসমাবেশের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন প্রাক্তন এই রাষ্ট্রপতি।

এ সময় এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, জোটের শরিক ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, জাপা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, রেজাউল ইসলাম ভুইয়া, ইকবাল হোসেন রাজু, জহিরুল আলম রুবেল, আলমগীর সিকদার লোটন, সরদার শাহাজান, আশরাফ সিদ্দিকী, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স ও ম আব্দুস সামাদ, আব্দুল হাকিম, মাওলানা রেজাউল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক পার্টির বেলাল হোসেন, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, খালেদা আক্তার, মিনি খান প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়