ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুষ্কর্ম না করতে ছাত্রলীগের প্রতি আহ্বান

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুষ্কর্ম না করতে ছাত্রলীগের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলী‌গের নেতা-কর্মী‌দের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব‌লে‌ছেন, ‘আপনারা কখনো বিভ‌ক্তি‌তে ভুগ‌বেন না, কখনো দুষ্কর্ম কর‌বেন না।’

শ‌নিবার দুপু‌রে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে সোপা‌র্জিত স্বাধীনতা চত্ব‌রে ‘আলোকচি‌ত্রে বঙ্গবন্ধু ও বাংলা‌দেশ’ অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৯৮তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘যারা দুষ্কর্ম ক‌রেন তা‌দের ব্যাপা‌রে স‌ঙ্গে স‌ঙ্গে ছাত্রলী‌গের নেতৃবৃন্দ ব্যবস্থা গ্রহণ ক‌রেন, জা‌নি। কিন্তু দয়া ক‌রে আপনারা কেউ এমন কাজ কর‌বেন না। আপনারা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর আদর্শ‌কে হৃদ‌য়ে ধারণ কর‌বেন।’

তিনি ব‌লেন, ‘ষড়যন্ত্র চল‌ছে। স্বাধীনতার পরও যে মানুষ‌টি আমা‌দের স্বাধীনতা এ‌নে দি‌য়ে‌ছি‌লেন, তা‌কেও এই ষড়যন্ত্রকারীরা রেহাই দেয়নি। আজও সেই ষড়যন্ত্র চল‌ছে। শেখ হা‌সিনা য‌দি বেঁ‌চে না থা‌কেন তাহ‌লে দেশ অন্ধকা‌রে চ‌লে যা‌বে। আমরা আর অন্ধকা‌রে যে‌তে চাই না। আমরা মধ্যম আ‌য়ের দে‌শে যে‌তে চাই।’

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘পোশাক পড়‌লে গো‌য়েন্দা পু‌লিশ কীভা‌বে কাজ কর‌বে। গো‌য়েন্দা‌দের কিছু কাজ সাদা পোশা‌কে কর‌তে হয়। এখনকার পু‌লিশ সদস্যরা অনেক দক্ষ। সবাই বিশ্ব‌বিদ্যালয়ে পড়া‌লেখা শেষ ক‌রে পু‌লি‌শে যোগ দি‌য়ে‌ছেন। তারা অনেক বিচক্ষণতার স‌ঙ্গে কাজ কর‌ছেন। এখনকার পু‌লিশ নির‌পেক্ষ, পেশাদার ও দেশ‌প্রে‌মিক।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়