ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাটে-বলে দুর্দান্ত দিন ওয়ালটনের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটে-বলে দুর্দান্ত দিন ওয়ালটনের

দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে ওয়ালটন সেন্ট্রাল জোন || (ছবি: মিলটন আহমেদ)

ক্রীড়া প্রতিবেদক: বুঝেশুনে টস জিতে বোলিং নিয়েছিলেন ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রাজশাহীর উইকেটে হাল্কা ঘাস থাকায় তিন পেসার নিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে আক্রমণ সাজান মাহমুদউল্লাহ। তাতেই সফল অধিনায়ক। 

বিসিএলের পঞ্চম রাউন্ডের প্রথম দিনটি দারুণ কাটাল ওয়ালটন। শুরুতেই ৪৯.৫ ওভারেই গুড়িয়ে দেয় প্রাইম ব্যাংকের ইনিংস। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ মাত্র ১৯১ রান। জবাবে মাত্র ৩৭ রান পিছিয়ে থেকে দিন শেষ করেছে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। ২ উইকেট হারিয়ে ওয়ালটনের সংগ্রহ ১৫৪ রান।



বোলিংয়ে ওয়ালটনের সাফল্যের নায়ক অবশ্য দুজন। পেসার এবাদত হোসেন ও স্পিনার মোশাররফ হোসেন রুবেল। দুজন সমান চারটি করে উইকেট পকেটে পুড়েছেন। আর প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামা সালাউদ্দিন শাকিল পেয়েছেন ২টি উইকেট।

প্রথম দুই সেশন খেলার সুযোগ পায় প্রাইম ব্যাংক। চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম ও সাইফ হাসান ৪৭ রানের জুটি গড়েন। এ জুটি ভাঙেন স্পিনার নাঈম হাসান। ৩৭ বলে ৩০ রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে দলের স্কোর টেনে নেন সাদমান ও আব্দুল মজিদ।

৮৫ রান তুলে ভালোভাবেই দিন শেষ করার পথে ছিলেন তারা। কিন্তু মজিদকে ফিরিয়ে শেষ বিকেলে প্রাইম ব্যাংক শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এ স্পিনারের বলে এলবিডব্লিউ হন ৫৮ বলে ৪৪ রান করা মজিদ। হাফ সেঞ্চুরির স্বাদ পাওয়া সাদমান ৬৬ ও মার্শাল আইয়ুব ১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।



এর আগে বোলিংয়ে দাপট দেখায় ওয়ালটন। তবে শুরুটা ভালো ছিল প্রাইম ব্যাংকের।  দুই ওপেনার বিজয় ও ফজলে মাহমুদ ৬৪ রান করেন, ওভারপ্রতি ছয়ের ওপর রান তুলে। ১১তম ওভারে এ জুটি ভাঙেন পেসার এবাদত।  ৪১ বলে ৪০ রান করে এবাদতের বলে এলবিডব্লিউ হন ফজলে মাহমুদ। তিন ওভার পর এবাদতের শিকার বিজয়। ৩০ বলে ২৩ রান করে বিজয় সাদমানের হাতে ক্যাচ দেন।

দলীয় ১০৯ রানে ইমরুলকে সাজঘরের পথ দেখান অভিষিক্ত শাকিল। ৩৬ বলে ২৬ রান করেন ইমরুল।



ওয়ালটনকে ২৬তম ওভারে সবথেকে বড় সাফল্য দেন মোশাররাফ হোসেন রুবেল। হ্যাটট্রিক সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা তুষার ইমরানকে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোশাররফ। ৩৮ বলে ১৪ রান করেন তুষার। এরপর দ্রুতই গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। শুরুতে ফজলে মাহমুদের ৪০ রানই তাদের ব্যক্তিগত সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান। মোসাদ্দেক ২১ রানে অপরাজিত থাকেন।

বিসিএলের পয়েন্ট তালিকার সবার নিচে থাকা ওয়ালটনের শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে বোনাস পয়েন্টসহ জয় পেতে হবে। বোলাররা প্রথম দিনে দারুণভাবে কাজটা করে দিয়েছেন। এবার ব্যাটসম্যানদের পালা। সাদমান, মার্শাল, মাহমুদউল্লাহরা দায়িত্বশীল ইনিংস খেললেই জয়ের স্বপ্ন দেখবে ওয়ালটন। 




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়